সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মান কাজ বন্ধ করল উপজেলা প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুনের হস্তক্ষেপে এ অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়।
জানা যায়, রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া-কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গাঁ ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা। দীর্ঘদিন টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রভাব খাটিয়ে এ পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘটনা স্থালে অভিযুক্ত কাওকে পাওয়া যায়নি।