বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রায়গঞ্জে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করল প্রশাসন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ২৬ ডিসেম্বর ২০২৪, ০০:০০
রায়গঞ্জে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করল প্রশাসন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জমিতে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে নির্মান কাজ বন্ধ করল উপজেলা প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুনের হস্তক্ষেপে এ অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করা হয়।

জানা যায়, রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া-কাঠেরপুল সড়কের পূর্ব লক্ষীকোলা বাজারের রাস্তার গাঁ ঘেষে জেলা পরিষদের জায়গায় পাকা স্থাপনা নির্মাণ করছেন ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের মৃত জলিলের ছেলে বেলাল হোসেন ও তার ছেলে সোহেল রানা। দীর্ঘদিন টিনের ঘর তুলে ব্যবসা পরিচালনা করে আসলেও প্রভাব খাটিয়ে এ পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন তারা।

1

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা খাতুন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা পরিষদের জায়গায় অবৈধভাবে নির্মাণাধীন স্থাপনার কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘটনা স্থালে অভিযুক্ত কাওকে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে