পাবনার ঈশ্বরদীতে জমিজমার জের ধরে প্রকাশ্য দিবালোকে হত্যার উদ্দেশে ফরহাদ শেখ (৪৫) নামে এক যুবককে ছুরিকাহত করে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ১৮ ডিসেম্বর উপজেলার মুলাডুলি ইউনিয়নের সড়াইকান্দি (আর.আর.পি ফিড মিলের পিছনে) এলাকায় এ রোম হর্ষক ঘটনা ঘটে। ২৫ ডিসেম্বর এলাকাবাসীর আয়োজিত এক মানববন্ধনে এমনটিই দাবি করেছেন ভিকটিমের পরিবার ও এলাকাবাসী।
আহত ফরহাদ শেখ একই এলাকার মৃত আক্তার হোসেন শেখের ছেলে। অভিযুক্তরা হলেন- সড়াইকান্দি এলাকার মফিজ উদ্দিন শেখের ছেলে রুবেল শেখ (৩৫), মৃত হোসেন আলী ফকিরের ছেলে মফিজ উদ্দিন শেখ (৫৮), রুবেল শেখের স্ত্রী খাদিজা খাতুন (৩০), সোহেল শেখের স্ত্রী জেসমিন খাতুন (২৭) এবং মফিজ উদ্দিন শেখের স্ত্রী হালিমা খাতুনসহ (৫৪) অজ্ঞাত আরও ২-৩ জন।