টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লক্ষিন্দর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে গ্রামীন ঐতিহ্য ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী জামালপুর, চাঁপাইনওয়াবগঞ্জ, নড়াইল, মধুপুর, ধনবাড়ী, ময়মনসিংহের ৪০জন প্রতিযোগীর উপস্থিতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
লক্ষিন্দর ইউনিয়ন বিএনপি আয়োজিত বাঁশতৈল মাইনুল ইসলামের খামার বাড়িতে, রসুলপুর ইউনিয়ন বিএপির সাবেক সাধারণ সম্পাদক জি.এম. আজিজুল ইসলামের সভাপতিত্বে রসুলপুর ইউনিয়ন বিএনপির ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হালিম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ।
প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হক(ছেন্টু)। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র মঞ্জুরুল হক (মঞ্জু), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ.থ.ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন(ধলা) প্রমুখ।