পিরোজপুরের ইন্দুরকানিতে পত্তাশী ইউপি চেয়ারম্যান শাহীন হাওলদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইউপি সদস্যরা একাংশ সংবাদ সম্মেলন করেছেন। রোববার ইন্দুরকানী জিয়ানগর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউপি সদস্য রফিকুল ইসলাম ও নাজমুল হাসান। এ সময় ইউপি সদস্য কবির হোসেন সিকদার ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য কবির খান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান শাহীন হাওলাদারের নানা রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করেন, যার মধ্যে রয়েছে টিআর ও কাবিখার টাকা আত্মসাৎ, রাস্তার বরাদ্দের অর্থ অপব্যবহার, অফিসের আসবাবপত্র ক্রয়ের অর্থ আত্মসাৎ এবং চৌকিদার নিয়োগে ঘুষ বাণিজ্যে একই প্রকল্পের উপর বিভিন্ন নামের অভিযোগ করা হয়। এ বিষয়ে চেয়ারম্যান শাহীন হাওলাদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, 'আমার বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা নেই। আমার বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল অপপ্রচারে লিপ্ত। আমি এ অভিযোগের তীব্র প্রতিবাদ করছি।'