রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

'শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে বাংলাদেশ অচল হয়ে যাবে'

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ৩০ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'শ্রমিকরা কাজ বন্ধ করে দিলে বাংলাদেশ অচল হয়ে যাবে'

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামসুল ইসলাম বলেছেন, 'শ্রমিকরা না হলে বাংলাদেশ টিকে থাকবে না। শ্রমিকরা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ অচল হয়ে যাবে।'

গত শনিবার লোহাগাড়া মডার্ণ কমিউনিটি সেন্টারে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

1

উপজেলার শ্রমিক কল্যাণ সভাপতি মাস্টার আব্দুস সালামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা মুনির উদ্দিন ও এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন আজাদের যৌথ সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় সহ-সম্পাদক চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম লুৎফর রহমান, দক্ষিণ জেলার উপদেষ্টা ড. হেলাল উদ্দিন মো. নোমান, দক্ষিণ জেলা উপদেষ্টা মাওলানা বদরুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে