সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

'তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য'

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
'তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য'

১২ দলীয় জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেছেন, 'তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করায় আমাদের মূল লক্ষ্য। আমরা এখনো ফ্যাসিবাদের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। তারা গত সাড়ে ১৫ বছরে বিএনপিসহ সমমনা দলগুলোর নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ৫ তারিখে তাদের পতন হয়েছে। দেশকে এমনভাবে লুটপাট করেছে, যা বর্তমান অর্থনীতির চাকা একবারে নষ্ট করে দিয়ে গেছে। গত রোববার কিশোরগঞ্জের বাজিতপুরের ঐতিহাসিক বাঁশ মহল প্রাঙ্গনে ৩১ দফা দাবি বাস্তবায়নে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম, উপজেলা যুব দলের সদস্য সচিব আনিসুর রহমান খোকন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রনি ভূইয়া, ফ্রিডম সোহেল, তানভীরুল হক সোহেল, বিএনপি নেতা সোহরাব উদ্দিন, পৌর ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক মবিন খান, মনির হোসেন মনির।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে