ভোলার বোরহানউদ্দিনের কুতুবা ইউনিয়নে শিশু ইসরাক (৪) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। সোমবার সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলার সর্বস্তরের জনগণ। এ সময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভাগ্নেকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর ওদের বাড়ির পার্শ্ববর্তী কলাবাগানে এক মহিলা মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) বাবুল আখতার জানান, শিশু ইসরাক হত্যা ঘটনায় বোরহানউদ্দিন থানায় ইসরাকের মা ইয়ানুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। ওই ঘটনায় ৩ জন সন্দেহভাজন আসামিকে আটক করেছে পুলিশ।