রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০০:০০
সৈয়দপুরে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোয়ালপাড়া এলাকার একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে শবনম পারভিন (২৫) নামে এক গৃহববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার স্বামী জাহাঙ্গীর আলম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। গাজীপুরের টঙ্গী থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্রমতে, সৈয়দপুর শহরের হাতিখানা এলাকার মো. মনতাজ আরমানের ছেলে চটপটি ও ফুচকা ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম তার প্রথম স্ত্রী ও সন্তান থাকা সত্ত্বেও শবনম আক্তারকে দ্বিতীয় বিয়ে করে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সে শবনম আক্তারকে শহরের গোয়ালপাড়া এলাকার ভাড়া বাসায় পারিবারিক কলহের জেরে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় শবনমের মা ফারজানা বেগম মেয়েকে হত্যার অভিযোগ এনে জামাতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সৈয়দপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার তাকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য নীলফামারীর আদালতে হাজির করা হয়।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে