টঙ্গি বিশ্ব ইজতেমার ময়দানে সাদপন্থীদের সন্ত্রসী হামলা ও নৃশংস হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তার ও তাদের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ওলামা ঐক্য পরিষদ।
উপজেলা চত্ত্বরে মঙ্গলবার ওলামা ঐক্য পরিষদ কাশিয়ানী শাখার উদ্যেগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে আলেম ওলামারা। উপজেলা চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। প্রতিবাদ মিছিল শেষে কাশিয়ানী প্রেস ক্লাবের সামনে মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ করা হয়। ওলামা ঐক্য পরিষদ কাশিয়ানী শাখার সাধারণ সম্পাদক মাওলানা আ. করিম ও হাফেজ মামুন মোস্তফার সঞ্চালনায় মো. মুছার সভাপত্বিতে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতী ইসমাইল হুসাইন, কোটালীপাড়া উলামা কল্যান সমিতির সভাপতি মুফতী মাসউদুর রহমান, ওলামা পরিষদের জেলা কমিটির সভাপতি মুফতী মোরতাজা ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী শুয়াইব ইবরাহীম মুফতী শিহাবুদ্দিন কাশেমী ও মুফতী মুহিববুল প্রমুখ।