সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

'আগের মতো আর কাউকেই চাঁদাবাজি করতে দেব না'

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
'আগের মতো আর কাউকেই চাঁদাবাজি করতে দেব না'

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, 'আগের মতো আর কাউকেই চাঁদাবাজি দখলদারিত্ব করতে দেব না। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। সাধারণ মানুষের পাশে থেকে আমাদের কাজ করতে হবে।'

গত সোমবার সন্ধায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

1

অনুষ্ঠানে দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল মজিদ শিকদারের সভাপতিত্বে ও দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নারায়ণগঞ্জ সদর উপজেলার সাধারণ সম্পাদক ফিরোজ আহমাদ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইন, জাতীয় গার্মেন্টস কল্যাণ ফেডারেশন সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দপ্তর সম্পাদক নুরুল আমিন, নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি আবদুল মোমিন, জেলা সভাপতি আব্দুল মান্নান, জেলা সাধার সম্পাদক রিদওয়ানুল আজিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে