সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

মুক্তিযোদ্ধার নাম-ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
মুক্তিযোদ্ধার নাম-ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

কুড়িগ্রামের উলিপুরে মুক্তিযোদ্ধার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মোড়ে বিভিন্ন পত্রিকার সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলন করেন বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী।

এ সময় তিনি বলেন, 'মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তি আমার দূর সম্পর্কের আত্মীয় হয়। সেই সুবাদে গত ২০২৩ সালের ৮ অক্টোবর আমাকে ঢাকায় বস লুব্রিকেন্টস কম্পানির ডিস্ট্রিবিউটর দেওয়ার জন্য প্রস্তাব করেন। ওই মাসের ১৮ তারিখ ব্রাজিলের ফুটবলার রোনালদিনহো ওই কম্পানির অনুষ্ঠানে ঢাকায় আসেন। অনুষ্ঠানে আমাকেও আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর আমাকে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান জানিয়ে মঞ্চে ডাকা হয়। মঞ্চে ফুটবলার রোনালদিনহোর সঙ্গে হাত মোলাকাত করি এবং ছবি তুলি। পরে জানতে পারলাম মঞ্চে থাকা সেই ছবি ও আমার নাম বস লুব্রিকেন্টেসের চেয়ারম্যান হিসেবে প্রচার করে ডিস্ট্রিবিউটর দেওয়ার নাম করে বিভিন্নজনের কাছে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রতারণার শিকার কয়েকজন ব্যক্তি আমার ও আমার পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করছেন, যা মোটেও সঠিক নয়। এ ছাড়া আমি লুব্রিকেন্টেসের চেয়ারম্যান বা অন্য যে কোনো পদে ছিলাম না, এখনও নই। এমনকি পরিবেশকও নই। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

1

তবে এ বিষয়ে অভিযুক্ত মোস্তাফিজার রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে