সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন বছরে ডলারের দাম বাজারমুখী হচ্ছে

যাযাদি রিপোর্ট
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
নতুন বছরে ডলারের দাম বাজারমুখী হচ্ছে

২০২৫ সালের শুরু থেকে আরও বাজারমুখী হচ্ছে ডলারের দাম। এ জন্য প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করে মধ্যবর্তী দাম প্রকাশ করবে বাংলাদেশ ব্যাংক। ঘোষিত দামের চেয়ে বেশি দরে কেনাবেচা করলেই জরিমানার মুখে পড়বে ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে প্রবাসী আয় আহরণে প্রতি ডলারের বিনিময়ের হার সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করেছে। ড্যাশবোর্ডের মাধ্যমে বিনিময় হার তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা।

1

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন দুপুরের মধ্যে ডলার কেনাবেচার তথ্য সংগ্রহ করা হবে। পরে একটা দর নির্ধারণ করে দেওয়া হবে। নির্ধারিত ঘোষণার চেয়ে বেশি দামে কেনাবেচা করলে ১০ লাখ টাকা থেকে লেনদেনের ৫ শতাংশ পর্যন্ত জরিমানা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে