সোমবার, ২৬ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

বাগেরহাটে 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা, আহত ২০

যাযাদি ডেস্ক
  ০১ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাগেরহাটে 'মার্চ ফর ইউনিটি'র গাড়িবহরে হামলা, আহত ২০

বাগেরহাটের মোলস্নাহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'মার্চ ফর ইউনিটি'র ঢাকামুখী গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মোলস্নাহাট উপজেলার মাদ্রাসাঘাট এলাকায় ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও শিক্ষার্থীদের বরাতে মোলস্নাহাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'মার্চ ফর ইউনিটিতে যোগ দেওয়ার জন্য মঙ্গলবার সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। এর মধ্যে বহরের একটি গাড়ি কিছুটা পেছনে পড়ে। সড়কে সাইড দেওয়া নিয়ে মাদ্রাসাঘাট এলাকায় এই গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির লোকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয় কিছু ব্যক্তি গাড়ি থেকে কয়েক শিক্ষার্থীকে নামিয়ে মারধর করে। পরে গাড়িবহরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেধে যায়।'

1

তিনি আরও বলেন, 'উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এ সময় খুলনা-মাওয়া মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।' সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানান ওসি। বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, 'খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের উপর হামলা করে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা। অনেকে আহত হয়েছে।' ফ্যাসিবাদী দোসররা এই আক্রমণ করেছে অভিযোগ করে স্থানীয়রা তাদের সহযোগিতা করে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে