নানা অপরাধে পাঁচ জেলায় সাত জুয়াড়িসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের ফতুলস্নায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. হাবিব (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাকে ফতুলস্না শাসনগাঁও ভাগা ক্লাব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি পেশায় রিকশাচালক। গ্রেপ্তার হাবিব রংপুরের পীরগাছা উপজেলার দাপগাছ এলাকার আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কিশোরীর পরিবার ও গ্রেপ্তারকৃত যুবক পাশাপাশি বাড়িতে ভাড়া থাকতেন। সেই সুবাদে তাদের মধ্যে সম্পর্ক হয়। এক মাস আগে কিশোরীর পরিবার অন্য বাসায় চলে আসে। তবে একই বাসায় থাকাকালীন হাবিব ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে একাধিকবার কিশোরীকে ধর্ষণ করেন হাবিব। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফতুলস্না মডেল থানায় মামলা করেন। ফতুলস্না মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, মামলার প্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী প্রতিনিধি জানান, ছাত্রদল নেতা হুমায়ূন হত্যা মামলার পলাতক আসামি শাহ আলমকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার নরসিংদীর পাঁচদোনা এলাকায় আসমান্দিরচর গ্রামে আসামি শাহআলম কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেন। খবর পেয়ে নরসিংদী সেনাক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
বরেন্দ্র অঞ্চল (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মহাদেবপুরে অভিনব কায়দায় স্বর্ণ চুরির সঙ্গে জড়িত আন্তঃজেলা চোর চক্রের দুই মহিলাসহ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া আড়াই ভরি স্বর্ণ ও স্বর্ণ বিক্রির টাকা এবং চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বুধবার নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান।
গ্রেপ্তাররা হলেন- দিনাজপুর জেলার কতোয়ালী থানার রাজবাড়ী তামলিপাড়া গ্রামের রমজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০) এবং কালিতলা গ্রামের মৃত মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫)।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে করগাঁও ইউনিয়নে একটি মেলায় জুয়াখেলারত অবস্থায় ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম। জুয়াড়িরা হলেন- আওয়াল মিয়া (৫৫), সবুজ মিয়া ( ২৫), মো. আলমগীর (২১), জিয়া মিয়া (২২), শরীফ মিয়া (২২), মো. দেলদুয়ার (২৪) ও সুমন মিয়া (২৪)।
সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ইয়াবাসহ লিয়ন মাতুব্বর (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লিয়ন মাতুব্বর উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের নারানদিয়া গ্রামের আজাদ মাতুব্বরের ছেলে।
সালথা থানার ওসি আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চরকামদিয়া গ্রামের আজিজুল শেখের বাড়ির সামনে থেকে ১০০ ইয়াবাসহ লিয়নকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।