নানা আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বর্ণাঢ্যর্ যালি বের করা হয়। এ ছাড়া দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বণ্যার্ঢ্যর্ যালী, আলোচনা সভা, প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় বুধবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে ভোলার বিভিন্ন এলাকা থেকে সদর উপজেলা ও পৌর ছাত্র দলের নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বশির হাওলাদার, আহবায়ক কমিটির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি লুকু চৌধুরী, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা ছাত্রদল নেতা নুর মোহাম্মদ রুবেল প্রমুখ।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর আলম শেপু, পৌর বিএনপির সভাপতি মাহাবুব উর রহমান, সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আক্তারুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আজম, ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সিনিয়র সহসভাপতি আতিকুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সরকারী কলেজ শাখার সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমুখ।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জের মুকসুদপুরে কলেজ মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান। উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বরের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপি সভাপতি আবুল বাশার বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মিন্টু শরীফ প্রমুখ।
লক্ষ্ণীপুর প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুলস্নাহ আল মামুনের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিষ্ঠা-বার্ষিকীরর্ যালিতে অংশগ্রহণ করেন। এর-আগে, আদর্শ সামাদ উচ্চ মাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, নিজাম উদ্দিন, মাহবুবুর রহমান, কামরুজ্জামান সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশীদুল হাসান লিংকন, জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন প্রমুখ।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের্ যালিটি জেলা ছাত্রদলের সাবেক সিনিয়ন যুগ্ম আহ্বায়ক জাকারিয়া ভুঁইয়ার নেতৃত্বে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়।র্ যালি শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাকারিয়া ভুঁইয়া। উপস্থিত ছিলেন সাবেক সহ সাধারণ সম্পাদক বিলস্নাল এইচ সরকার, আশিকুর রহমান, সোনারাগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিফাত আদনান, মো. শাহাজালাল, সোনারগাঁও পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার প্রমুখ।
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জািনান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে ক্রিকেট খেলার উদ্বোধন করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানা। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আজিজুল হক খান, মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু কালাম প্রমুখ।
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেনের নেতৃত্বে মিছিল বের হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান নাসির, জাকির হোসেন, পৌর সদস্য সচিব এমদাদ মোলস্না, উপজেলা যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন মোলস্না, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফর খান প্রমুখ।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জের্ যালিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মানিক সওদাগর, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাহজাহান শাওন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হামিদ, উপজেলা যুবদলের আহবায়ক বিপস্নব সওদাগর, সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম, সদস্য সচিব বায়জিদ আলামিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াদ হাসান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় গঞ্চালনা করেন সদস্য সচিব রাজিউর রহমান। বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বজলুর রশিদ কালু, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওসাদ আলী, সাবেক ছাত্রদল নেতা এম ওয়ালী ফ্লাড, উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী, সদস্য সচিব রায়হান রুবেল, ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেন, ছাত্র নেতা মাইনুল হাসান মানু, মামুন হোসেন, রুমন চৌধুরী, রাকিব ইসলাম, সিজান প্রমুখ।
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব, পৌর ছাত্রদলের সদস্য সচিব রিমন মিয়া, কলেজ শাখার আরিফ মিয়া, আবু নাঈম, আরমান মিয়া প্রমুখের নেতৃত্বে দলের অস্থায়ী কার্যালয় থেকে বর্ণাঢ্যর্ যালি বের হয়।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জােনান, গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তাফা মোল্যা। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক বিলস্নাল খান। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন শিকদার অপুর সঞ্চালনায় উপজেলা সভাপতি আমিরুল ইসলাম সোহেলের সভাপত্বিতে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি, আজিজুর রহমার নান্নু, রাহেলা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক হিরো মৃধা, সাংগঠনিক সম্পাদক জায়েদুর রহমান জায়েদার, যুবদলের আহবায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুর ইসলাম পাভেল প্রমুখ।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহবায়ক শামিম ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক তবিবুল ইসলাম তইবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলী প্রমুখ।
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে ছাত্রদল সভাপতি প্রার্থী তুষার মাহমুদের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন জুয়েল মুন্সি, রাজীব হোসেইন, মোহাম্মদ জাহিদ, রায়হান আহম্মেদ অভি, নাঈম হোসেইন, শাহিন মোলস্না, আনিস মাতুব্বর, রাতুল ইসলাম, জিসান খান প্রমুখ।
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর সাপাহারে থানা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুন নুর, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাবেক সাংগঠিনক আব্দুর রহিম, আহব্বায়ক শাহ আলম, যুগ্ম আহব্বায়ক আব্দুর রহমান কলেস্নাল, উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক মোকলেছুর রহমান মুকুল প্রমুখ।