দেশের ২০২৫ শিক্ষাবর্ষের প্রাথমিক ও মাধ্যমিক শেণির বই বিতরণ উৎসব শুরু হয়েছে। বছরের প্রথম দিন বুধবার বই বিতরণ উদ্বোধন করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে বুধবার সকালে সদরের জানকীনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হক। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জছিজুল আলম মন্ডল, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আতাউল গনী ওসমানী, প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জিয়াউর রহমানসহ সহকারী শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করা হয়।
এদিকে নীলফামারী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ উপজেলার গ্রানাডা গার্লস একাডেমীর শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মৌসুমী আক্তার। উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাওনুল হক শাওন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রোকসানা সাথী।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরে সকাল ১০টায় জেলা শহরের হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। এরপর ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এরশাদ উদ্দিন, জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মমিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনী পূর্বমালসাদহ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক। মাদ্রাসার প্রিন্সিপাল আবু সাঈদ সিদ্দিকীর সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, সহ-সভাপতি মজনুর রহমান আকাশ, হোমিও চিকিৎসক তৌহিদ হোসেন ও শিক্ষানুরাগী আব্দুল বারি।
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন ইউএনও নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল আজিম, একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আকতার, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান রেজা প্রমুখ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর বাঘায় রহমুলস্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক বাবুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের আহবায়ক এস এম নাজিম উদ্দিন। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেরা প্রেস ক্লাবের আহবায়ক এস এম নাজিম উদ্দিন ও প্রধান শিক্ষক বাবুল ইসলাম।
রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, রামগতিতে ইউএনও সৈয়দ আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর লক্ষ্ণীপুর মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, রামগতি প্রেস ক্লাব সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুই পৌরসভা ও আট ইউনিয়নের ৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৩০টি প্রতিষ্ঠানের ১৬ হাজার ৮০০ শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিন নতুন বই তুলে দেওয়া হয়েছে। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ্তুউত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেনির ৩৩৬ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন ইউএনও রাজিব হোসেন। এ সময় কাঞ্চনাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিছুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াছ, জীবন কানাই সরকার, তপন কুমার পোদ্দার, প্রধান শিক্ষক রহিমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।