ফরিদপুরের ভাঙ্গায় মাছভর্তি ট্রাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে দুইজন নিহত হয়। এছাড়া পাবনা ও হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরও দুইজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পানো খবরে বিস্তারিত-
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় মাছ ভর্তি একটি ট্রাককে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে বাসের হেলপার ও ট্রাকের চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে বুধবার ভোর সাড়ে চারটার দিকে।
শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকাগামী পূর্বাশা পরিবহণের যাত্রীবাহী একটি বাস মাছ ভর্তি একটি ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাকের চালক নুর আলম (২৬) ও যাত্রীবাহী বাসের হেপস্নার কাদের মিয়া(২৫) গুরুতর আহত হন। শিবচর হাইওয়ে থানা পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত ট্রাক চালক নুর আলম মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাচামারা গ্রামের আইয়ুব আলী ছেলে। অন্যদিকে নিহত বাসের হেলপার কাদের মিয়া ঝিনাইদহ জেলার সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মফিজুল মালিতার ছেলে।
শিবচর হাইওয়ে থানার এসআই তমাল সরকার জানান, বুধবার ভোরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের পুলিয়া নামক স্থানে ঢাকামুখী পূর্বাশা পরিবহণের যাত্রীবাহী একটি বাস মাছ ভর্তি ট্রাককে ধাক্কা দিলে ট্রাকের চালক ও যাত্রীবাহী বাসের হেলপারসহ দুইজন নিহত হয়। এ সময় দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে মোটর সাইকেল ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোর আরাফাত (১৫) উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে।
এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটর সাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল। মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়। তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাতকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া নামকস্থানেন বৈদু্যতিক খুঁটির একটি লড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আহমদ আলী সুমন (২১) নামে এক মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন আহত হন।
বুধবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ আলী সুমন বাহুবল উপজেলার চলিতাতলা গ্রামের ছুরাব উলস্নার ছেলে।
আহতরা হলেন- মোটর সাইকেল চালক বাহুবল উপজেলার হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) ও একই গ্রামের আব্দুল কালামের ছেলে সুমন আহমেদ (২০)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়- বাহুবল থেকে একটি মোটর সাইকেল যোগে সিলেট যাচ্ছিলেন তিন বন্ধু কামরান আহমেদ, সুমন আহমেদ ও আহমদ আলী সুমন। পথে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছামাত্র সামনে থাকা একটি বৈদু্যতিক খুঁটি বোঝাই একটি লড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এরপর লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটর সাইকেলটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী আহমদ আলী সুমন (২১) নিহত হন। গুরুতর আহত অবস্থায় কামরান আহমেদ (২১) ও সুমন আহমেদকে (২০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার তথ্যটি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।