মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করা হচ্ছে রসুন। চলতি ডিসেম্বর মাসে পাচারকালে সহস্রাধিক কেজি রসুন জব্দ করেছে বিজিবি। গত সোমবার উপজেলা চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় এমনটি জানিয়েছেন আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর।
ওই সভায় আলীনগর বিজিবি ক্যাম্প কামান্ডার মো. আজগর সীমান্ত পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে বলেন, চোরাচালানে নতুন যুক্ত হওয়া পণ্যের নাম রসুন।
সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা প্রতিদিন ভারতে রসুন পাচারের চেষ্টা চালাচ্ছে। চলতি ডিসেম্বর মাসে সহস্রাধিক কেজি রসুন আটক করা হয়েছে। চীন থেকে রসুন আমদানি করা হয় বাংলাদেশে। এক কেজি রসুন বাংলাদেশের খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়।
আর ভারতে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে বাংলাদেশী টাকায় ৫ থেকে ৬শ' টাকা। ফলে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে।
তবে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান বিজিবি'র এই কর্মকর্তা।
কুলাউড়া ইউএনও মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন এসিল্যান্ড শাহ্ জহুরুল ইসলাম, ওসি গোলাম আপছার, বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জাকির হোসেন, প্রেস ক্লাব সভাপতি আজিজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন প্রমুখ।