সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২
হিমেল হাওয়ায় কনকনে শীতে স্থবীর জনজিবন

ফুলবাড়ীসহ আশপাশ এলাকায় জেঁকে বসেছে শীত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফুলবাড়ীসহ আশপাশ এলাকায় জেঁকে বসেছে শীত

দিনাজপুরের ফুলবাড়ীসহ আশপাশ এলাকায় জেকে বসেছে শীত, হিমালয়ের শীতল হাওয়ায় বৃদ্ধি পেয়েছে শীতের তীব্রতা, এর উপর যোগ হয়েছে ঘনকুয়াশা সারা দিনে মিলছেনা সূর্য্যের আলো।

এদিকে শীতের তীব্রতায় স্থবীর হয়ে পড়েছে জনজিবন, বিশেষ কাজছাড়া ঘর থেকে বের হচ্ছেনা মানুষ। ফলে শহরের রাস্তা-ঘাট প্রায় জনশূন্য, এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু।

1

হাসপাতাল সূত্রে জানা গেছে, দিন দিন শীত জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

এদিকে তীব্র শীতের কারনে রোজগার বন্ধ হয়েছে দিনমজুর শ্রমিক ও রিক্সাচালকদের, দিনমজুর কাজ নাই, শ্রমিকরা কাজ পাচ্ছেন না, এছাড়া শহরের রিকশাচালকেরা বলছে শীত উপেক্ষা করে ঘর থেকে বের হলেও মীলছেনা যাত্রী।

একই ভাবে বেচা-কেনা কমে গেছে ক্ষুদ্র ব্যবসায়ীদের, ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছে শহরে জনসাধারনে উপস্থিতি কমে যাওয়ায় বেচা-কেনা কমে গেছে ফলে তহবীল ভেঙে খরছ যোগাতে হচ্ছে।

এদিকে তীব্রশীতে গরম কাপড়ের সংকট দেখা দিয়েছে নিম্ন আয়ের মানুষের।তারা বলছেন উচ্চ মূল্যের বাজারে পেটের খাবার যোগার করতেই যেখানে হিমশিম সেখানে গরম কাপড় যোগাড় করবো কিভাবে।

উপজেলা নির্বাহী অফিসার মীর আল কামাহ তমাল বলেছেন শীত নিবারনের জন্য ইতোমধ্যে শীতার্থদের মাঝে কম্বল বিতারন শুরু করা হয়েছে, তবে সংশ্লষ্টরা বলছেন চাহিদার তুলুনায় বরাদ্ধ অনেক কম।

এদিকে তীব্র শীতে বোরো ধানের বীজচারার ক্ষতির আশংকা করছে কৃষকরা। তবে উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার বলছেন এখনো কোন আশংকা দেখা দেয়নি, কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে