সোমবার, ২৬ মে ২০২৫, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০২ জানুয়ারি ২০২৫, ০০:০০
সংবাদ সংক্ষেপ

পরিচিতি সভা

ম নড়াইল প্রতিনিধি

1

নড়াইলে শাহাবাদ মাজীদিয়া মহিলা আলিম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবীদের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ইংরেজি বছরের শেষ দিনে বার্ষিক পরীক্ষার ফল পেয়ে উচ্ছসিত শিক্ষার্থীরা। এ বছর বার্ষিকী পরীক্ষার ফলাফল ৯৮% বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা কে এম হাসমত উলস্নাহ। এ উপলক্ষে মঙ্গলবার মাদ্রাসার মাঠে উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের ফলাফল তুলে দেন শিক্ষরা। পরে প্রতিষ্ঠানের সুপার মাওলানা কেএম হাসমত উলস্নাহের সঞ্চালনায় বক্তব্য রাখেন এবতেদায়ী শিক্ষিকা রেহেনা পারভিন, মাওলানা আবু বক্কর, সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি হুসাঈন আহমেদ, অভিবাবক সদস্য শরীফ সরোয়ার হোসেন, সাংবাদিক আল আমিন প্রমুখ।

নবীন বরণ

ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেনসহ ১৩ জন শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৪৯জন নবীন শিক্ষককে বরণ করে নেওয়া হয়। গত মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে এ বরন ও বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপ্থির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবীব ঠান্ডু, উপজেলা জামায়েত ইসলামী আমির মাওলানা মনিরুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মানস কুমার তালুকদার, প্রভাত হালদার প্রমুখ।

পিঠা উৎসব

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় 'শহীদ লিটন স্মৃতি সংসদ'র উদ্যোগে ভলেন্টিয়ার ফর এডুকেশনের আত্মপ্রকাশের লক্ষ্যে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বুধবার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ পিঠা উৎসবের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও জান্নাত আরা তিথি। এ উপলক্ষ্যে শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদের সভাপতিত্বে ও সদস্য সচিব নিয়ামুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও জান্নাত আরা তিথি, থানার ওসি ফরিদুল ইসলামসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুল প্রমুখ।

বিজ্ঞানমেলা উদ্বোধন

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে বিজ্ঞানমেলা উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মেলায় ৪টি স্টল বসে। স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমা খাতুন, নজরুল ইসলাম, ফারজানা জান্নাত খান, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি মনোয়ার হোসেন রনি ও সাংবাদিক রইছ উদ্দিন।

গ্রাম উন্নয়ন সভা

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার বিআরডিবি'র আয়োজনে, পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি ৩য় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে ট্রেইনার ছিলেন ঢাকা সদর দপ্তরের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ তৌহিদুল হক, সহকারী প্রকল্প পরিচালক সিভিডিপি ও আরডিও অঞ্জনা রানী ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন। প্রশিক্ষণে ৬০ জন সদস্য অংশগ্রহন করেন। সঞ্চালনায় ছিলেন জুনিয়র অফিসার হুমায়ুন কবির।

নবীন বরণ অনুষ্ঠান

ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় ইংরেজি নতুন বছর উপলক্ষে সোনার বাংলা সমবায় সমিতি লিমিটেড কর্তৃক পরিচালিত ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজে নবীর বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয়ে ভর্তিকৃত সকল সকল নবীন শিক্ষার্থীদের ফুলের মালা নতুন বই প্রতিষ্ঠানের ক্যালেন্ডার ও ২০২৫ সালের সিলেবাস দিয়ে বরণ করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি গোলজার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিমলা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য প্রভাষক আলাউদ্দিন আলাল, ডিমলা প্রেস ক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণ

ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটি রিজিয়নের ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। গত মঙ্গলবার ১০আর ই ব্যাটালিয়নের আওতাধীন মগবান ইউনিয়নের প্রেজুছড়া এলাকায় শীতার্ত গরীবদের শীতবস্ত্র বিতরণ করা হয়। সেনাপ্রধানের দিক নির্দেশনায় ১০আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মুহাম্মদ সোহেলের তত্বাবধানে শীতবস্ত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মুনতাসীম এ-সোবহানি শিকদার।

মহাসম্মেলন সমাপ্ত

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে দু'দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলন সমাপ্ত হয়েছে। গত সোমবার বাদ জোহর থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত দুই দিনব্যাপী মাদ্রাসা মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফিলিস্তিন মসজিদুল আকসার ইমাম ও খতিব ড. আলী ওমর ইয়াকুব আল-আব্বাসী। ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব আলস্নামা মুফতি শামসুল হকের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা সাভার জামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জুনায়েদ আল হাবিব। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আলস্নামা মুফতি রশিদুর রহমান ফারুক, মহাসচিব আলস্নামা শায়খ সাজিদুর রহমান, বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী, ঢাকা জামিয়া ইসলামিয়া বায়তুন নুর মাদরাসার অধ্যক্ষ মুফতি মনিরুজ্জামান।

মছলন্দপুর আল ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি সাইদুর রহমান সাঈদীর সঞ্চালনায় মহাসম্মেলনে বয়ান করেন মুফতি ফয়জুলস্নাহ আশরাফী, উবায়দুলস্নাহ মাদানী, বেলায়েতুলস্নাহ কাসেমী, মাহমুদুল হাসান কাসেমী প্রমুখ।

সম্মাননা প্রদান

ম রংপুর প্রতিনিধি

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বৈরাচার বিরোধী আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদ পরিবারকে সম্মাননা প্রদান ও মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় ইনকিলাব সাংস্কৃতিক সংগঠন (ইসাস) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করেন।

বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের (বিআরইউডিএফ) সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন-অর রশিদ, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. তাজুল ইসলাম, প্রক্টর ড. ফেরদৌস রহমান, ইসাস সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

গোল্ডকাপ ফুটবল

ম শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

জেলার শায়েস্তাগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৪ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও পলস্নব হোম দাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফখর উদ্দিন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মঈনুল হাসান রতন। বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক নূরুল হক, আব্দুল কদ্দুছ, ইয়াসমিন আরা বেগম, শাহনাজ বেগম, মেহেরুন্নাহার, বীথি রাণী সেন চৌধুরী, সহকারী শিক্ষক অরজিৎ দত্ত, রফিকুল ইসলাম প্রমুখ।

খামারিদের প্রশিক্ষণ

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে আয়োজিত প্রাণিপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৫ জন নির্বাচিত খামারি নিয়ে উন্নত জাতের ঘাস চাষ কৌশল, সংরক্ষণ প্রযুক্তি এবং খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক ২দিনব্যাপী খামারী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোহাম্মদ হাবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. কাজী নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন ডা. মনছুর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ম আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন, সৈনিক কল্যাণ সংস্থার প্রতিষ্টা বার্ষিকী আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে। বুধবার আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি অব:প্রাপ্ত সার্জেন্ট আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেলো ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সদস্য ওসমান গনি সরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা, আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অব:প্রাপ্ত সার্জেন্ট ইমরুল কায়েস। আলোচনা সভা শেষে বিশেষ অতিথি আলমগীর চৌধুরী বাদশা অবসরপ্রাপ্ত সৈনিকদের কলম বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে