বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

লামায় সাত তামাক চাষিকে অপহরণ

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ১৬ জানুয়ারি ২০২৫, ০০:০০
লামায় সাত তামাক চাষিকে অপহরণ

বান্দরবানের লামায় ৭জন তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।

গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার সরই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম বমুখাল নামক এলাকা থেকে তাদের তুলে নিয়ে যায়। এ ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।

1

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিভিল পোশাক পরিহিত সশস্ত্র সন্ত্রাসীরা হাতে লাঠি নিয়ে তামাক চাষের খামারে প্রবেশ করে। এরপর তারা খামার মালিকসহ ৭জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতরা হলেন- খামারের মালিক মো. আমিন (৩৫), শ্রমিক মো. আলেক্স জোহার (৩৫), মো. শফি আলম (৩২), মো. সাকিব (১৪), মো. জাভেদ (২৬), মো. আসাদ (১৮), এবং মো. আবু হানিফ (২১)। অপহরণের সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহদাৎ হোসেন বলেন, মঙ্গলবার রাতে পাহাড়ি সন্ত্রাসীরা ৭জনকে অপহরণ করে নিয়ে যায়। তাদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে