গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি রবিউল কবির মনু ও সাধারণ সম্পাদক পদে আবু জাফর লেলিন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় সহ-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খলেক এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি'র সভাপতি অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।
পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাফর লেলিনের সঞ্চালনায় প্রথম পর্যায়ে সম্মেলন ও আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান বক্তা ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, উপজেলা আহবায়ক ফারুক আহমেদ, জেলা সহ সভাপতি রেজানুল হাবিব রফিক, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দীপু।