গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে সাবেক প্রেমিকের ছুরিকাঘাতে সৈকত নামে এক প্রেমিকের মৃতু্য হয়েছে। এক প্রেমিকার সঙ্গে দুজনের প্রেমের সম্পর্কের জেরে ছুরিকাঘাতে ওই যুবক খুন হন বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টসের পাশে ঘটনাটি ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত সৈকত (২০) বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের চাঁন মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএচইসি এ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।
নিহতের চাচা শাহাদাত হোসেন বলেন, '৩ মাস আগে শ্রীপুরে এসে ভাড়া বাড়িতে থেকে ওই কারখানায় চাকরি নেন সৈকত। মঙ্গলবার রাতে কারখানা থেকে বের হলেও তার রুমে যাননি। পরে রুমমেট শাহানূর বিষয়টি পরিবারকে ফোন করে জানান। পরে আমি বেশ কয়েকবার তাকে ফোন দেই। রাত সাড়ে ১০টার দিকে খবর পাই রাস্তার পাশে একটা মরদেহ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সৈকতের রক্তাক্ত মরদেহ। তার ঘাড়ে, গলায় ও পেটে একাধিক আঘাত রয়েছে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাই। সেখানের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।'
নিহত সৈকতের রুমমেট শাহানূর মিয়া বলেন, 'কারখানা ছুটির পর একসঙ্গে বের হয়ে পাশের দোকানে ঝালমুড়ি খেয়েছি আমি আর সৈকত। পরে রুমে চলে যাবো বললে সে আমাকে তার কাজ আছে বলে জানায়। আমি বাসায় গেলেও রাত ৯টা পর্যন্ত সে আসেনি এবং তার মোবাইলও ধরে না। পরে আমি তার চাচাকে জানাই।'
থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। প্রেমের সম্পর্কের দ্বন্দ্বে সৈকত নামের ওই যুবককে হত্যার বিষয়টি সামনে এসেছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।