বরিশালে এসডিজি স্থানীয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এসডিজি ডাটা রিপোর্টিং সমন্বয়ের নিমিত্ত জাতীয় পরিসংখ্যান ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক কারিগরি প্রকল্প পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন বিভাগীয় কমিশনার বরিশাল রায়হান কাওছার।
বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান বু্যরো'র মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোরশেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে এসডিজি স্থানীয়করণ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরে অতিথিরা এসডিজি স্থানীয়করণ বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।