দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় নিয়ন্ত্রাধীন ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় টাঙ্গাইলের ধনবাড়ীতে রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড(এইচ বিবি) করণ ২য় পর্যায় প্রকল্পের ঠিকাদার নির্বাচনের লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদের হলরুমে বৈধ ২৬১ ঠিকাদার প্রতিষ্ঠানের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখা কর্তৃক আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দরপত্র মূল্যায়ন কমিটির সভাপতি ধনবাড়ী ইউএনও আবু সাঈদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা এসএম ফারুক ইমাম, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান প্রমুখ। লটারিতে ১ম বিজয়ী হয় টাঙ্গাইলের ভূঞাপুরের মের্সাস সজীব এন্টারপ্রাইজ, ২য় বিজয়ী হয় মধুপুরের মের্সাস এমকে ট্রের্ডাস, ৩য় বিজয়ী হয় সখীপুরের সাহীন এন্টারপ্রাইজ।