মানিকগঞ্জের শিবালয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে অভিজ্ঞ শিক্ষকদের বাদ দিয়ে অনভিজ্ঞ ও নতুন শিক্ষকদের দিয়ে হালনাগাদ ভোটার তালিকা কার্যক্রমে নিয়োগ দেওয়া নিয়ে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী জানান, শিবালয় উপজেলায় সরকারিভাবে আগামী ২০ জানুয়ারী থেকে নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে। কিন্ত উপজেলা নির্বাচন অফিসার অভিজ্ঞ শিক্ষদের বাদ রেখে নতুন শিক্ষদের নিয়োগ দিয়েছেন। এতে শিক্ষকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বলেন, যে শিক্ষকদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদের নিযোগ দেওয়া হয়েছে।