ঢাকায় 'আদিবাসী' শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। গাইবান্ধা আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের এক প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
শুক্রবার সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন।
সংগঠনের সদর উপজেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী মুসা ও সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব হাসান মোর্শেদ দীপনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, পরিবেশ আন্দোলনের নেতা ক্রীড়া সংগঠক ওয়াজিউর রহমান রাফেল, দৈনিক জনসংকেতের সম্পাদক দীপক কুমার পাল, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবির তনু, আয়োজক সংগঠনের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সাম্যবাদী আন্দোলনের মঞ্জুর আলম মিঠু, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক রজতকান্তি বর্মন, বাসদ-মার্কসবাদীর নিলুফার ইয়াসমিন শিল্পী, বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ আলী প্রামাণিক, অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী সাগর, সমাজকর্মী মনির হোসেন সুইট, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, সুচিত্রা মুরমু তৃষ্ণা, শ্যামবালা প্রমুখ।
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি জানান, সংক্ষুব্দ আদিবাসী ছাত্র জনতার এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে স্টুডেন্টস ফর সভারেন্টি কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে আশুলিয়ায় বসবাসরত আদিবাসীরা।
শুক্রবার বিকেলে আশুলিয়ার ঢাকা- ইপিজেড সড়কে আদিবাসীরা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলে আদিবাসীদের ভুমি অধিকার নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ এবং দ্রম্নত বাস্তবায়ন করতে হবে, রাষ্ট্রীয়ভাবে আদিবাসী নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বিধিমালা চূড়ান্ত করতে হবে, ভুমি বেদখল বন্ধ করতে হবে, এক জাতির দেশ নয়, বহু জাতির বাংলাদেশসহ নানা শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন রতন বিজয়, আনন্দ বিকাশ চাকমা, অনিল চাকমা, শান্ত চাকমা ও সৌমিত্র চাকমা প্রমুখ।