বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

বাঁশখালীর নয় ইউনিয়ন পেল প্যানেল চেয়ারম্যান জনমনে স্বস্তি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৮ জানুয়ারি ২০২৫, ০০:০০
বাঁশখালীর নয় ইউনিয়ন পেল প্যানেল চেয়ারম্যান জনমনে স্বস্তি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৯টি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

এতে জারিকৃত অফিস আদেশে উলেস্নখ করা হয়, 'এতদ্বারা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ এবং ২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক বাঁশখালী উপজেলাধীন খানখানাবাদ, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া, সরল, শীলকূপ, চাম্বল, শেখেরখীল ও ছনুয়া ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত নিম্ন বর্ণিত প্যানেল চেয়ারম্যানগণকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

1

এ দিকে ৯ ইউনিয়নের নিয়োগপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন, খানখানাবাদ ইউনিয়নে শহীদুল ইসলাম সিকদার, কালীপুর ইউনিয়নে মো. আবুল কালাম, বৈলছড়ি ইউনিয়নে বিকাশ দত্ত, কাথরিয়া ইউনিয়নে বাদশা মিয়া, সরল ইউনিয়নে রোকসানা আক্তার, শীলকূপ ইউনিয়নে রাশেদ নুরী, চাম্বল ইউনিয়নে মোহাম্মদ শহীদ উলস্নাহ, শেখেরখীল ইউনিয়নে শামসুল আলম ও ছনুয়া ইউনিয়নে নুরুল আমিন ছানুবী।

উলেস্নখ্য, গত ৫ আগস্টের পর থেকে বাঁশখালীর ৮টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া গত ১০ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. মোরশেদুল ইসলাম ফারুকী। ফলে এই ইউনিয়নে চেয়ারম্যান পদটি শূন্য ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে