দক্ষিণ এশিয়ার অন্যতম মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর পাড়ে অবশেষে পার্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান সরেজমিন পরিদর্শন করে এ সিদ্ধান্ত গ্রহণ করেন। ইতিমধ্যে উপজেলা প্রকৌশলীকে বাস্তবায়নে নকশাসহ যাবতীয় ইস্টিমিট করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি বলেন, জায়গাটা সত্যিই দারুণ। পার্ক করার উপযুক্ত জায়গা। যায়যায়দিনে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি নজরে আসলেও কাজের চাপে এতদিন যাওয়া হয়নি। ইতিমধ্যে নকশাসহ যাবতীয় কিছু জানাতে উপজেলা প্রকৌশলীকে বলে দেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, নকশাসহ যাবতীয় বিষয়ে প্রস্তুতি চলছে।
উলেস্নখ্য, চলতি মাসের ৮ তারিখ উপজেলার উত্তর মাদার্শা নৌ পুলিশ ফাঁড়ি প্রকাশ নৌ পুলিশ বিট সংলগ্ন হালদার পাড় নিয়ে দৈনিক যায়যায়দিনে 'সামান্য উদ্যোগে হালদার পাড় হবে জনপ্রিয় পর্যটক কেন্দ্র' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।