বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে শ্রমিক খুন

গাজীপুর প্রতিনিধি
  ৩১ জানুয়ারি ২০২৫, ০০:০০
টঙ্গীতে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে শ্রমিক খুন

টঙ্গীতে পাওনা ১০০০ টাকা চাওয়ায় দেনাদার ওমর ফারুকের ছুরিকাঘাতে পাওনাদার নির্মাণ শ্রমিক সারোয়ার হোসেন (২৫) খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে ৯টায় দিকে টঙ্গীর পাগাড় (নরেন্দ্র) মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের সারোয়ার হোসেন গাইবান্ধা সদর উপজেলার ভাজনের খামার গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি টঙ্গীর পাগাড় এলাকার সোহেলের বাসায় ভাড়া থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ওমর ফারুক (২৯) পলাতক রয়েছেন।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুলস্নাহ আল রুম্মান নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানান, প্রায় ৪-৫ মাস আগে সারোয়ারের কাছ থেকে তার বন্ধু ওমর ফারুক এক হাজার টাকা ধার নেন। কিছুদনি পর টাকা ফেরত দেওয়ার কথা বললে না দেওয়ায় বিভিন্ন সময় ওমর ফারুকের কাছে টাকা ফেরত চাইতে থাকেন। বুধবার রাতেও টাকা ফেরত চাইলে সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ওমর ফারুক পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় তার বন্ধুরা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সারোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়েছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে