বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

চাঁদাবাজ-ঘুষখোর মুক্ত কমিটির দাবিতে শ্রীপুরে বিএনপির মিছিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চাঁদাবাজ-ঘুষখোর মুক্ত কমিটির দাবিতে শ্রীপুরে বিএনপির মিছিল

দুর্নীতি, চাঁদাবাজ ও ঘুষখোরমুক্ত নতুন কমিটি গঠনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে মিছিল এবং পথসভা করেছেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা। এ সময় আগামী ২৫ ফেব্রম্নয়ারী গাজীপুর জেলা বিএনপির সমাবেশ সফল ও স্বার্থক করতেও শ্লোগান দেন তারা।

বৃহস্পতিবার পৌর এলাকার টেংরা রাস্তার মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শ্রীপুর রেলওয়ে স্টেশন প্রদক্ষিন করে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে টেংরা রাস্তার মোড়ে এক পথসভায় বক্তব্য দেন নেতাকর্মীরা।

1

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম মোলস্নার সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, আবুল মিছুর মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খায়রুল কবির মন্ডল আজাদ, যুগ্ম সম্পাদক মশিউর রহমান খান টিটু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুছলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নাহীন আহমেদ মমতাজি, গাজীপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মোহাম্মদ সিদ্দিকী, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, পৌর বিএনপির সহসভাপতি বিলস্নাল হোসেন প্রমুখ।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়াঁ বলেন, 'আগামীর আহবায়ক কমিটিসহ সকল নেতৃত্ব যাতে ঘুষখোর, দখলবাজ এবং চাঁদাবাজমুক্ত ব্যক্তিত্ব সম্পন্ন নেতারাই দিতে পারে এমন কমিটি দাবি করছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে