বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পীরগাছায় ১৯ বছর পর নেতৃত্ব পেলো বিএনপি

রংপুর প্রতিনিধি
  ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
পীরগাছায় ১৯ বছর পর নেতৃত্ব পেলো বিএনপি

দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেয়েছে পীরগাছা উপজেলা বিএনপি। ১৯ ফেব্রম্নয়ারি রাতে দ্বি-বার্ষিক সম্মেলনে আমিনুল ইসলাম রাঙ্গা সভাপতি, আলহাজ্ব নাজির হোসেন সিনিয়র সহ-সভাপতি, শরিফুল ইসলাম ডালেজ সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক যুগ্ম সাধারণ সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল ও আব্দুস সালাম আজাদ জুয়েল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। এর আগে ২০০৬ সালে পীরগাছা উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

1

পীরগাছা উপজেলার রহিম উদ্দিন ভরসা মহিলা মহাবিদ্যালয় মাঠে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শেষে নির্বাচিত প্রার্থীগণের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে ৬ সদস্যের এই কমিটিকে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। এর আগে সম্মলনের উদ্বোধন করা হয়।

পীরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙ্গার সভাপতিত্বে ও সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, সদস্য এমদাদুল হক ভরসা ও মামুনুর রশিদ প্রমুখ। পরে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে