হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। অন্যদিকে, যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বিচালিবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিলে হেলপার নিহত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, জেলার শায়েস্তাগঞ্জে বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের পুরাইকলা গ্রামের বেনু মিয়ার ছেলে তানভীর সোহেব ও ছাবেদ আলীর ছেলে শাহ আলম ওরফে সামায়ন।
গত বুধবার সন্ধ্যায় জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় তানভীর সোহেব ঘটনাস্থলে মারা যান। আহত হয় তার চাচাত ভাই শাহ আলম ওরফে সামায়ন। পরে রাত প্রায় ৯টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম ওরফে সামায়ন মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন- শাহ আলম ওরফে সামায়ন বিয়ের বাজার করে তার চাচাত ভাই সোহেবকে নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। নূরপুর এলাকায় অজ্ঞাত গাড়ী চাপা দিলে মোটর সাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে সোহেব মারা যান। আহত অবস্থায় শাহ আলম ওরফে সামায়নকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃতু্য হয়।
স্থানীয়রা জানায়, আজ শুক্রবার শাহ আলম ওরফে সামায়নের বিয়ে ছিল। বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে সোহেব মারা যায়। হাসপাতালে মারা যায় শাহ আলম ওরফে সামায়ন। তাদের মৃতু্যতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, যশোরের অভয়নগরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বিচালিবোঝাই আরেক ট্রাকের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলা পরিষদ সংলগ্ন পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নওগাঁ জেলার পোষণ গ্রামের বাসিন্দা। তিনি বিচালিবোঝাই ট্রাকের হেলপার ছিলেন। তার পিতার নাম জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী এক নার্স বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে পিয়া আই কেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে খুলনাগামী বিচালিবোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে বিচালিবোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ট্রাকের হেলপারকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস উদ্ধার করে নিয়ে যায়। নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির বলেন, বিচালিবোঝাই ট্রাকের হেলপার আলমগীর হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তার মৃতু্য হয়েছে।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, ট্রাকটি খুলনার ফুলতলা উপজেলায় যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটেছে। দাঁড়িয়ে থাকা ট্রাক পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।