সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় ডাকাতির ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ লুণ্ঠিত টাকা উদ্ধার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চকরিয়ায় ডাকাতির ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ লুণ্ঠিত টাকা উদ্ধার

চকরিয়ায় থানার অদূরে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় সম্পৃক্ত তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোররাত তিনটার দিকে ঘটনার ২৪ ঘণ্টার মাথায় পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে। এদিকে গ্রেপ্তার নয়নের বাড়ি থেকে ১০ হাজার ৫শ' টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার তিন ডাকাত দলের সদস্য হলেন- চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ড দক্ষিণ বাটাখালী এলাকার মমতাজ উদ্দিন আহমদের ছেলে মো. হানিফ (৪৩), পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা খন্দকার পাড়ার নুরুল আমিনের ছেলে মো. নয়ন (৪৫) ও কাহারিয়াঘোনা ঘাট পাড়ার কবির আহমদের ছেলে মো. ইসমাইল (৩৫)।

চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, শনিবার ভোর রাতে প্রবাসীর বাড়িতে ডাকাতির পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ি ও তার আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনার ভিত্তিতে হনিফকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক জড়িত আরও দুই জনকে আটক করা হয়। ডাকাতির ঘটনায় প্রবাসীর স্ত্রী রুবি দাশ বাদী হয়ে থানায় মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে