সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

লামায় মদপানে ভোর রাতে চালকের মৃতু্য

লামা (বান্দরবান) প্রতিনিধি
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
লামায় মদপানে ভোর রাতে চালকের মৃতু্য

বান্দরবানের লামায় মদপানে নুরুল আলম (৩৩) নামে ড্রাইভারের মৃতু্য হয়েছে। মঙ্গলবার ভোররাত ৫টা ৫০ মিনিটে লামা সরকারি হাসপাতালে তার মৃতু্য হয়। তিনি লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড লাইনঝিরি এলাকার হারুণের ছেলে।

লামা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সাইফুদ্দিন মো. মুরাদ বলেন, 'ভোর রাত ৫টা ২০ মিনিটে নুরুল আলমকে তার স্বজনরা লামা সরকারি হাসপাতালে নিয়ে আসে। নুরুল আলম আমাদের জানান তিনি মদ পান করেছেন। চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃতু্য হয়। অতিরিক্ত মদপানের কারণে তার মৃতু্য হয়েছে। স্বজনরা নিহতের লাশ নিয়ে গেছে।'

লামা মিরিঞ্জার রয়েল রিসোর্টের সার্ভিস বয় মিলন ত্রিপুরা বলেন, নুরুল আলম লামার মিরিঞ্জা রয়েল রিসোর্টের গাড়ির ড্রাইভার ছিলেন। গত সোমবার দিবাগত ২টায় নুরুল আলম কাজ শেষে চলে যায়। তারপর কি হয়েছে আমরা জানি না।'

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, মদপানে নুরুল আলম নামে একলোকে মৃতু্য হয়েছে বলে শুনেছি। আইনী প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে