নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাক মিয়াকে মঙ্গলবার রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ অঞ্চল) মেহেদী হাসান বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চেয়ারম্যান লাকমিয়ার বিরুদ্ধে ভূমিদসু্যতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, লাক মিয়া চেয়ারম্যান হওয়ার আগেই এলাকার শত শত নিরীহ মানুষের শত শত বিঘা সম্পত্তি জবরদখল করে ভাই ভাই স্পেলিং মিলসহ বেশ কিছু মিল ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছেন। এ সমস্ত জবরদখল করা জায়গা জমি নিয়ে অনেক নিরীহ মানুষ মামলা হামলার শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছেন।
পরবর্তীতে লাক মিয়া আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবুর একচ্ছত্র হস্তক্ষেপে বিনা ভোটে পরপর তিনবার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। চেয়ারম্যান হওয়ার পর তিনি নীরিহ এলাকাবাসীর উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন।
তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তাছাড়া একটি মামলায় তার মালামাল ক্রোকেরও নির্দেশ রয়েছে।
৫ আগস্ট এর পর থেকে তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর মঙ্গলবার পুলিশ তাকে রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করে।