ঢাকা থেকে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীর শ্লীলতাহানির মামলায় টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আরও দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- ঢাকার আশুলিয়ার ধানশোনা এলাকার পলাশবাড়ীর মো. আলমগীর(৩৪) ও তার ছোট ভাই রাজিব হোসেন (২১)। তাদের নিয়ে এ ঘটনায় পাঁচজন গ্রেপ্তার হলেন।
পুলিশ সুপার বলেন, 'সোমবার নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাধুরপাড়া গ্রাম থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি আন্তঃজেলা ডাকাত দলের 'মূলহোতা'। এর আগে এই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া শহিদুল ইসলাম ওরফে মহিদুল ওরফে মুহিত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে পাঁচ দিনের অধিকতর জ্ঞিাসাবাদে (রিমান্ডে) আছেন। তার দেওয়া তথ্যানুযায়ী আলমগীরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাস ডাকাতির সময় লুট করা নগদ ৪ হাজার ২১০ টাকা ও দুটি রুপার আংটি উদ্ধার করা হয়েছে।'
তিনি জানান, গ্রেপ্তার হওয়ার পর আলমগীর পুলিশকে জানায়- বাসে ডাকাতির সময় লুট করা মোবাইল ফোন, গয়না ও ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি তাঁর ছোট ভাই রাজিবের কাছে রয়েছে।
পরে সোমবার সন্ধ্যায় আলমগীরকে সঙ্গে নিয়ে আশুলিয়ায় অভিযান চালিয়ে রাজিব হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ডাকাতি করা ১০টি মোবাইল ফোন, ইমিটেশনের গয়না, তিনটি ব্যাগ, তিনজন যাত্রীর জাতীয় পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত দুটি ছুরি উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, 'ডাকাতিকালে যৌন নিগ্রহের কোনো তথ্য নেই, তবে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। তারপরও কোনো তথ্য-উপাত্ত পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'