রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা ফলাফল করেছে 'এরটু রমজান স্টাডি ডিসেমিনেশন প্রোগ্রাম'। সাইনোভিয়া ফার্মার উদ্যোগে ২৭ ফেব্রম্নয়ারী ঢাকার একটি হোটেলে এই গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বক্তাদের মতে, গবেষণাটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ঋৎড়হঃরবৎং রহ ঊহফড়পৎরহড়ষড়মু-এ (ইমপ্যাক্ট ফ্যাক্টর: ৩.৯) প্রকাশিত হয়েছে। এতে রমজান মাসে রোজা পালনরত টাইপ-২ ডায়াবেটিস (ঞ২উগ) রোগীদের জন্য ঊৎঃঁমষরভষড়ুরহ-এর কার্যকারিতা ও নিরাপত্তার বাস্তবভিত্তিক মূল্যায়ন তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি এবং ইউনাইটেড হাসপাতালের এন্ডোক্রিনোলজি বিভাগের অধ্যাপক ডা. হাফিজুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দেশের খ্যাতনামা এন্ডোক্রিনোলজিস্ট, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গবেষণার ফলাফল ও রোজাদার ডায়াবেটিস রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনার ওপর এর প্রভাব নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের শীর্ষস্থানীয় ১৯ জন এন্ডোক্রিনোলজিস্ট ও বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে গবেষণাটি পরিচালনা করেছেন বারডেম একাডেমির পরিচালক অধ্যাপক ফারুক পাঠান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এন্ডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহজাদা সেলিম।
অধ্যাপক ফারুক পাঠান গবেষণার পটভূমি ও রোজার সময় ঝএখঞ২ ইনহিবিটর-এর ভূমিকা ব্যাখ্যা করেন, যেখানে ডা. শাহজাদা সেলিম গবেষণার মূল ফলাফল উপস্থাপন করেন। তিনি দেখান যে, ঊৎঃঁমষরভষড়ুরহ রোজার সময় টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর ও নিরাপদ।
তিন মাস ধরে পরিচালিত এই গবেষণায় দেশের শীর্ষস্থানীয় ১৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক অবদান রেখেছেন, যা রমজান মাসে ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেছে।
অনুষ্ঠানে বারডেম, বিএসএমএমইউ ও ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গবেষণার ক্লিনিক্যাল প্রয়োগ ও রোজাদার রোগীদের চিকিৎসা কৌশল উন্নয়নে এর ভূমিকা তুলে ধরা হয়।
সিনোভিয়া ফার্মার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিনোভিয়া ফার্মা পিএলসি-র বিপণন ও বিক্রয় বিভাগের পরিচালক সৈয়দ আবুল বাশার তাহমিদ ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, রমজান মাসে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ঊৎঃঁমষরভষড়ুরহ-এর কার্যকারিতা নিয়ে বাস্তবভিত্তিক এই গবেষণা বিশ্বে প্রথম।