সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ০২ মার্চ ২০২৫, ০০:০০
রূপগঞ্জে সভাপতি পদ নিয়ে দ্বন্দ্বে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রদল নেতা অংকনকে কুপিয়ে জখম করেছে একপক্ষ। গত শুক্রবার উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মিঠাবো এলাকায় মিঠাবো জামে মসজিদের পরিচালনা কমিটির সভাপতি হতে গত ৩ সপ্তাহ ধরে আগের কমিটির লোকজনকে জোর প্রয়োগ করে আসছিল ওই এলাকার শুক্কুল আলী মোলস্না নামে এক ব্যক্তি। এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাযের পর নিজেকে সভাপতি হিসেবে ঘোষণা দেন শুক্কুর আলী। এনিয়ে শুক্কুর আলী ও তার লোকজনের সঙ্গে সমাজের লোকজনের তর্কবিতর্ক হয়। এ ঘটনায় শুক্কুর আলী কয়েকজনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে অভিযোগের কোন সত্যতা পায়নি। তাই গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন শুক্কুর আলী।

এদিকে শুক্রবার জুমার নামাযের পর শুক্কুর আলীকে মামলার কারন জানতে চাইলে সেসহ তার ছেলে সনেট মোলস্না, সজল মোলস্না, সানী মোলস্নাসহ তাদের লোকজনের সঙ্গে সমাজের লোকজনের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে বিকালে শুক্কুর আলীসহ তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিঠাবো এলাকার রুমানের বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে। বিষয়টি ভুলতা ইউনিয়নের ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি অংকন এগিয়ে গেলে হামলাকারীরা তাকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা অংকনের চাচা মুরাদ ও সৈকতকে আহত করে।

খবর পেয়ে পুিলশ ঘটনাস্থল পরিদর্শন করে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আহত অংকনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে