সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
ভুক্তভোগীদের মন্তব্য সমাধান সড়ক প্রশস্ত ও ওয়ানওয়ে করণ

সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে যৌথ অভিযান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২৫, ০০:০০
সৈয়দপুরে ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে যৌথ অভিযান

নীলফামারীর সৈয়দপুরে শহরের সড়কগুলোর দুই পাশের অর্ধেক করে দোকানদারদের মালামাল, রিক্সা, রিক্সাভ্যান, অটো চার্জার, চার্জার ভ্যান, পিকআপ, ছোট-বড় ট্রাকের দখলে থাকায় দিনে-রাতে সমান তালে সৈয়দপুর শহর তীব্র যানজটের কবলে পড়ে রয়েছে। তীব্র যানজট আর বিভিন্ন ধরনের দোকান বসায় সেইসাথে কার, মোটর-সাইকেল যত্রতত্র পার্ক করে রাখায় সবধরনের যান চলাচলে ও পথচারীদের চলাচলের সবরকম সুবিধা বঞ্চিত হওয়াসহ এলাকার মানুষজনের নাভিশ্বাস উঠেছে। পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করলেও তা' সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রোববার ও সোমবার দুইদিনের প্রথমদিন পৌর প্রশাসকের নেতৃত্বে ও সোমবার দ্বিতীয়দিন পৌর প্রশাসক বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীদের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্য ও পলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হলে সাময়িক যানজট স্বাভাবিক হয়ে আসলেও আবারো পূর্বের অবস্থায় (যানজট ও ফুটপাত দখল) ফিরে আসবে বলে আশংকা প্রকাশ করে মন্তব্য করছেন এলাকার ভুক্তভোগী জনগণ।

এলাকার সচেতন মহলের দাবি শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, বঙ্গবন্ধু সড়ক, শহীদ তুলশীরাম সড়ক, শেরেবাংলা সড়ক ও শহীদ জহুরুল হক সড়কগুলোর দুইধারে ফুটপাত, ওয়ান ওয়ে সড়ক মাঝখানে ডিভাইডারসহ ৭৫ ফুট করে প্রশস্ত করলে এবং রিক্সা, অটো-রিক্সা, চার্জার ভ্যান দাঁড়াবার নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করলে এ তীব্র যানজটের সমস্যা থেকে বেড়ানো সম্ভব নচেৎ নয়। তাছাড়া হোটেল-রেস্তোরা ও সুপার মার্কেটের সামনে নিজস্ব পার্কিংয়ের নির্দেশনা দেওয়াসহ তা' পালন করতে বাধ্য করাতে হবে।

কথা হলে নতুন বাবুপাড়ার রুপম জানান, আসলে শহরের সড়কগুলোর যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ, ফুটপাতসহ ৭০-৭৫ ফুট ডিভাইডারসহ ওয়ানওয়ে সিস্টেম চালু করতে হবে। ফ্লাইওভার নিয়ে কথা হলে রুপম জানান, সেটা হলে শহরের ভেতর দিয়ে দুর-পালস্নার যানবাহনগুলো না' হয় চলাচল করবে। কিন্তু, শহরের ভেতর তো আসল যানজট তেমনিই থাকবে। কারণ, সড়কগুলো প্রশস্ত না হলে ওয়ানওয়ে না হলে সড়কের দুই পাশে ফুটপাত না থাকলে জনসংখ্যা আর ব্যবসা-বাণিজ্যের গুরুত্ব অনুযায়ী এ যানজট সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই মন্তব্য করেছেন কাজী পাড়ার পারভেজ রানা, নয়াটোলার মাসুদ আলীসহ বেশ কয়েকজন।

তাই, সড়কের উভয়পাশে ফুটপাত রেখে সড়ক প্রশস্তকরণ করে ডিভাইডারসহ ওয়ানওয়ে না করলে এর স্থায়ী সমাধান সম্ভব হবে না বলে ভুক্তভোগী জনগণ মত পোষণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে