সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতাসহ ছয় জেলায় গ্রেপ্তার ৮

স্বদেশ ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
আওয়ামী লীগ নেতাসহ ছয় জেলায় গ্রেপ্তার ৮
আওয়ামী লীগ নেতাসহ ছয় জেলায় গ্রেপ্তার ৮

আওয়ামী লীগ নেতাসহ ছয় জেলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রংপুর, কুড়িগ্রাম, খুলনার রূপসা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, ময়মনসিংহরে হালুয়াঘাট ও শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রংপুর প্রতিনিধি জানান, রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্নার হত্যা মামলায় জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ হাসান সাদ্দামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। মঙ্গলবার রংপুর নগরীর স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নগরীর স্টেশন এলাকার আলম নগর বাবু পাড়ার মৃত ধলু মিয়ার ছেলে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী জানান, তথ্য প্রযুক্তির সহযোগিতায় নগরীর স্টেশন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নাহিদ হাসান সাদ্দাম গ্রেপ্তার হয়েছে। এ সময় তার কাছে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সূত্র জানায়, সাদ্দাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছর ৪ আগস্ট রাজা রামমোহন ক্লাবের সামনে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের গুলিতে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামি।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে একইদিন বিকেল ৫টার দিকে রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে। এর আগে গত ১ মার্চ নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, রূপসা থানার আলাইপুর এলাকায় কোস্টগার্ড, নৌ বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় দোনালা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার দিবাগত রাত ২টায় তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের একিন শিকদারের ছেলে সফিউলস্নাহ (৪২) এবং ওসিকার খান (৩৮)। এর মধ্যে ওসিকার খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসীর মামলা রয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট প্রান্তিক উজ জামান বলেন, সোমবার দিবাগত রাত ২টায় কোস্টগার্ডের নেতৃত্বে নৌবাহিনী এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে একটি অবৈধ দেশীয় দোনালা বন্দুক এবং ২ রাউন্ড কার্তুজসহ দুইজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা হারুন উর রশিদ পারুল এবং হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গয়া নাথ রায় গ্রেপ্তার করেছে পুলিশ। পারুল চেয়ারম্যানকে সোমবার দিবাগত রাতে পৌর শহরের রঘুনাথপুরের নিজ বাড়ি থেকে এবং গয়া নাথ রায়কে খটশিংগা এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, বৈষম্য বিরোদী ছাত্র আন্দোলন দমাতে ককটেল বিস্ফোরণ ঘটনোসহ হামলা ও মারপিটের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, হালুয়াঘাটে ৫নং গাজিরভিটা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের জানান, সন্ত্রাস বিরোধী আইনে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের ভেদরগঞ্জ থানা সংলগ্ন প্রতিভা সাইন্স প্রিপারেটরী (পি.এস.পি) হাই স্কুলটি দখল ও চাঁদাবাজির অভিযোগে এক অধ্যক্ষসহ ৩ শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে ভেদরগঞ্জ থানার ওসি পারভেজ হাসান সেলিম একটি মামলা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে মঙ্গলবার তাদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিক্ষকরা হলেন- মহিষার দিগম্বরী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম (৪৫), উপজেলা সদরের ইগনাইটেড কোচিং সেন্টারের শিক্ষক মনোয়ার হোসেন (৪২) ও তপুর রায়হান (৪০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে