রোহিঙ্গা নারীসহ ৩ জেলায় তিন মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার, জামালপুরের সরিষাবাড়ীতে নামাজের সময় মুয়াজ্জিনের মৃতু্য ও নোয়াখালীর কোম্পানীগঞ্জে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রতিনিধিথদের পাঠানো বিস্তারিত খবর-
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদী থেকে ভাসমান অবস্থায় এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় এ লাশটি উদ্ধার করা হয়। লাশের সঙ্গে ১১শ' ভারতীয় রুপি, একটি মোবাইল ও মিয়ানমারের নাগরিকত্বের ফটোকপি পাওয়া গেছে। নাগরিকত্বের ফটোকপিতে নিহত ওই নারীর পারভীন ফাতেমা এবং জন্ম সাল ২০০৭ বলে উলেস্নখ রয়েছে। পুলিশ জানায়, বিকেলে হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রম্নত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের সরিষাবাড়ীতে নামাজের সময় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃতু্য হয়েছে বলে জানা যায়।
গত সোমবার রাত ৮টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি।
প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আযান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এসময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃতু্য হয়। মঙ্গলবার সকাল ১১ টায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ইয়াসমিন আক্তার লিমা (১৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে চরপার্বতী সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
সোমবার রাতে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে লিমার নানার বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়। লিমা একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছবির আলী মিয়াজি বাড়ীর আবদুল হাকিমের মেয়ে।
জানা যায়, লিমার একই বাড়ির নিরবের সঙ্গে গোপনে বিয়ে হয়। গত সোমবার লিমা নিরবের বাড়িতে অবস্থান নেয়। ঘটনাটি জানতে পেরে লিমার পরিবার লিমাকে রাতে জোর করে নানার বাড়িতে নিয়ে রাখে। এতে ক্ষুদ্ধ হয়ে পরিবারের প্রতি অভিমান করে সোমবার গভীর রাতে ঘরের আঁড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করে লিমা। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে নিয়ে আসে।