সাবেক বিরোধী দলীয় চীফহুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অত্যন্ত ভালো ও সৎ লোক।
আমরা আশা করি তিনি নির্বাচন বিলম্বিত করে ষড়যন্ত্রকারিদের সুযোগ দেবেন না। নুন্যতম সংস্কার করে জাতীয় নির্বাচন দিয়ে দ্রম্নত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করবেন বলে আমরা আশাবাদি।
গত সোমবার সেনবাগের কাবিলপুর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।
কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুলস্নাহ আল মামুন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি, ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল।