বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে উপজেলাধীন চুনখোলা বাজার ও হাটে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম।
এ সময় চুনখোলা হাট ও বাজারে ঘুরে ঘুরে দ্রব্য মূল্যের খোঁজখবর নেওয়াসহ অধিক লাভের আশায় যেন অসামঞ্জস্যপূর্ণ মূল্যে কোন কিছু বিক্রি করা না হয়, সে বিষয়ে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে এক মুদি ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, এ মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।