সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

আশুলিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি : শ্রমিক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  ০৬ মার্চ ২০২৫, ০০:০০
আশুলিয়ায় সাংবাদিককে হত্যার হুমকি : শ্রমিক নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় চাদাঁবাজির বিষয়ে বক্তব্য চাওয়ায় সাব্বির আহম্মেদ নামে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার এ ঘটনায় ঢাকার আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক সাব্বির আহম্মেদ বর্তমানে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত মার্চ মাসের ৩ তারিখে আল আমিন খান নামের এক শ্রমিকনেতা চাদাঁবাজ মিজানুর রহমানের নামে আশুলিয়া থানায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করা এবং চাঁদা না দিলে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করার বিষয় নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য ভূক্তভোগী আল আমিন সাংবাদিক সাব্বিরের নিকট অভিযোগ এবং ভিডিও বক্তব্য প্রদান করে। এরই প্রেক্ষিতে সাংবাদিক সাব্বির বিবাদী মিজানের মুঠোফোনে চাদাঁবাজির বিষয়ে তার বক্তব্যর জন্য ফোন করলে সন্ত্রাসী মিজান অকথ্য ভাষায় গালি গালাজ করেন এবং তার চাঁদাবাজির বিষয়ে কোনো অনুসন্ধান করলে অথবা সংবাদ প্রকাশ করলে মেরে ফেলার হুমকি দেন।

এদিকে বিষয়টি নিয়ে সাভার-আশুলিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সেই সঙ্গে এই সন্ত্রাসীকে দ্রম্নত আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে অভিযুক্ত শ্রমিক নেতার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে