মাদারীপুরে বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রামজান মাস উপলক্ষে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফাতিমা আজরিন তন্বী এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইয়াসমিন আক্তার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ মো. সজিব, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস, জেলা নিরপাদ খাদ্য কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা রুবেল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার বিভিন্ন রেস্টুরেন্টের মালিক, মুদি দোকানদার, মাংসের দোকানদারসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।