শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

জনজাতির নারীদের কৃষি মজুরিতে সমঅধিকার চাই

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
জনজাতির নারীদের কৃষি মজুরিতে সমঅধিকার চাই
জনজাতির নারীদের কৃষি মজুরিতে সমঅধিকার চাই

রাজশাহীর গোদাগাড়ীতে আন্তর্তাজাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। শনিবার সিসিবিভিও-রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী-এর সহায়তায় এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে 'রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী'র আওতায় উপজেলার কাকনহাটে 'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন' প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্তাজাতিক নারী দিবস-২০২৫ উদযাপিত হয়।

এতে রক্ষাগোলা সংগঠনের শতাধিক নেতা-নেত্রী ও সদস্যগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৯ টার দিকে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় হতের্ যালিটি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে এবংর্ যালী শেষে শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেত্রী বিউটি তীর্কি, সিসিবিভিও'র সমন্বয়কারী আরিফ ইথার, যুব নেত্রী এলিসাবেথ টুডু, নেতা শ্রী সরল এক্কা এবং সিসিবিভিও'র উদ্ধর্তন মাঠ কর্মকর্তা নিরাবুল ইসলাম ও নারী উন্নয়ন কর্মর্কর্তা সবিতা রানী।

বক্তাগণ তাদের বক্তব্যে দাবী তোলেন, কৃষিকাজে জড়িত জনজাতির নারী-পুরুষের কৃষক হিসেবে স্বীকৃতি চাই, উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনজাতির নারীদের কৃষি মজুরীতে সমঅধিকার চাই, বাল্যবিবাহ, যৌতুক রোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়াও নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিটরিং ও আইটি কর্মকর্তা শাহাবুদ্দিন সিহাস, মাঠ কর্মকর্তা পৌল টুডু, প্রশিক্ষণ ও সংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সকল সংগঠকগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে