শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
আন্তর্জাতিক নারী দিবস পালিত
টাঙ্গাইলে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্যর্ যালি বের করা হয় -যাযাদি

নারী-পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়- 'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন'। এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়েছে। জেলা-উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা ও বেসরকারি সংস্থা যৌথভাবে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করে। দিবস উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও বিশেষ অবদান রাখায় পুরস্কার বিতরণ করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। শনিবার সকালে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়।র্ যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলামের সভাপতিত্বে রাজনৈতিক, সামাজিক, সরকারী-বেসরকারী ও এনজিও পর্যায়ের নারী নেতৃবৃন্দ তাদের দাবী তুলে ধরেন। সভা শেষে দশজন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুল ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিএনপির জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সনাকের সদস্য ফৌজিয়া ইসলাম জলি, জেলা ব্রাকের সমন্বয়ক আকতারুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ সিস্টেম সাপোর্ট অফিসার এলেন মেরী সরেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংস্থা ও এনজিও'র নেতৃবৃন্দ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক। জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, টাঙ্গাইল সদর ইউএনও নাহিদা আক্তার, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধন, সমাবেশে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃতু্যদন্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। শনিবার নোয়াখালী টাউন হলের মোড়ে জেলা শহরের প্রধান সড়কে নোয়াখালী নারী অধিকার জোট এ মানববন্ধন, সমাবেশ আয়োজন করে। মানববন্ধনে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকান্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক রৌশন আক্তার লাকি বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নারী, পুরুষ সবাইকে একযোগে ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোন বিকল্প নেই।

এর আগে নোয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে নারী অধিকার জোটের ব্যানারে শোভাযাত্রা বের করা হয়। এনআরডিএস'র প্রধান নির্বাহী আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচী শিল্পী গোষ্ঠীর নোয়াখালী জেলা সভাপতি মোলস্না হাবিবুর রাছুল মামুন, সুজনের জেলা সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী নারী অধিকার জোটের আহবায়ক রৌশন আক্তার লাকি প্রমুখ।

খুলনা প্রতিনিধি জানান, খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেস্টুন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। দিবসটি উপলক্ষে মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন নারী উদ্যোক্তার মোট ২০ স্টল রয়েছে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম। স্বাগত বক্তৃতা করেন খুলনার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অ. দা.) সুরাইয়া সিদ্দীকা।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, মানবাধিকার ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আমিনুর রহমান টুকু, সাধারণ সম্পাদক শরিফা খাতুন, সদস্য এন এম শাহজালাল, এডাপের সভাপতি মিজানুর রহমান, সদস্য জান্নাতুল ফেরদৌস লাকীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম। অনুষ্ঠানে এনজিওসহ বিভিন্ন নারী উদ্যোক্তা ও সংগঠনের নারীরা অংশগ্রহন করেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট এলজিইডির অধীনে সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচিতে কাজ করছেন ৪ শতাধিক দরিদ্র নারী। অসহায় ও দূঃস্থ পরিবারের এ নারীরা রাস্তার দুই পাশে মাটি দিয়ে রাস্তা টেকসই করার কাজটি করে থাকেন। প্রকল্প থেকে মাসিক বেতন পেয়ে তাদের সংসার চলছে এবং স্বাবলম্বি হচ্ছেন এসব নারী। আন্তজার্তিক নারী দিবস- ২০২৫ উপলক্ষে বাগেরহাট এলজিইডি প্রাঙ্গনে শনিবারর্ যালি ও আলোচনা সভা করা হয়েছে। পরে নারী দিবসের বিষয় নিয়ে আলোচনা করেন বাগেরহাট এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রকৌশলী নীতিশ চন্দ্র গাইন, মেহেদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, টঙ্গীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষের্ যালি, আলোচনা সভা ও দিনব্যাপী ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

শনিবার সকালে টঙ্গীর টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আয়োজন করেছে 'এমপাওয়ারিং অপরচুনিটি অফ উইমেন ইনগেইজিং ইন আরএমজি সেক্টর (পাওয়ার) প্রকল্প'। বাস্তবায়ন করেছে 'রেডি (রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ)'। আয়োজনে সহযোগিতা করেছে অক্সফাম ও ইউরোপিয়ান ইউনিয়ন।

অনুষ্ঠানে রেডি'র নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টঙ্গী শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার জুবায়ের আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন রেডি পাওয়ার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেডি পাওয়ার প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজার মারিয়া সরকার, টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফুয়াদ উদ্দিন সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তর ডে কেয়ার অফিসার মনির হোসেন, নাসরিন সুলতানা, শাহীনুর বেগম, মেহেদী হাসান প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে ইউএনও'র সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ। জেন্ডার প্রমোটর রাজন খানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- গাজীপুর জেলা সহকারী তথ্য কর্মকর্তা নাঈমুল হক, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও তনিমা আফ্রাদ। এ সময় উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) নূরী তাসনিম ঊর্মী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম, মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা, আনসার বিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমান, জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগম, প্রশিক্ষক রাকিবুল ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোণার পূর্বধলায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও রেজওয়ানা কবীর। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন শাহাজাদী'র সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মান্নান, শেখ মো. রাশিদ, উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জায়েজুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলাম প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা সভায় ইউএনও গাজালা পারভিন রুহির সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম ভূইয়া, উপজেলা জামায়াতের আমির ইকবাল হোসেন ভূইয়া, সাংবাদিক নাসির উদ্দিন, হান্নান খাদেম প্রমুখ।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সাংবাদিক মুজাহিদ খান, তপন কুমার, কাজী রহমান প্রমুখ।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সদস্য মিতু দাসের সভাপতিত্বে ও সুবর্ণা আক্তারের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি মাহমুদা হোসেন। উপস্থিত ছিলেন কালামৃধা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দেব কুমার দাস, বাসদ ফরিদপুর জেলা সদস্য সজল বাড়ৈ, ছাত্র ফ্রন্টের জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির দপ্তর সম্পাদক মিফতি ইসলাম প্রমুখ।

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারায় ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আনোয়ার হোসাইন, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা পৌরসভার সচিব গোলাম সরোয়ার, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আসমান আলী প্রমুক।

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ভূঞাপুরে ইউএনও পপি খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন কর্মকর্তা আমিনা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাহমিনা তাবাসসুম, অধ্যাপক শামীম আরা, প্রবীণ সাংবাদিক আসাদুল ইসলাম বাবুল প্রমুখ।

বিরল (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরলে আলোচনা সভায় ভারপ্রাপ্ত ইউএনও ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিরল থানার ওসি আব্দুস ছবুর, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোশিয়েশন (সিডিএ) আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ব্যবস্থাপক নিতা ফ্লোরা প্রমুখ।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর চারঘাটে ইউএনও জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশেদা পারভীন। উপস্থিত ছিলেন এসিল্যান্ড আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও সুমনা আইরন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাহিরা খাতুন। এসময় ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোহিদুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে সভায় সভাপতিত্ব করেন ইউএনও প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম সোনা, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, ভ্যাটেনারী সার্জন আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ ও তথ্য অফিসার রিফাত জামান।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জামায়াতের উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, সাংগঠনিক সম্পাদক মাহিদুর রহমান রানক প্রমুখ।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউএনও মাঈদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো, জালালপুর ইউপি সদস্য আলেয়া আক্তার, কটিয়াদী সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার আইসিটি শিক্ষক মাসুম পাঠান প্রমুখ।

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, জয়পুরহাটের ক্ষেতলালে মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা জাহান আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড জিন্নাতুন আরা। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আনজুমান, পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মীর শয়ন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু স্বপন কুমার রায়, সাংবাদিক আজিজার রহমান প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি জানান, পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, আটোয়ারী থানার এসআই জাহাঙ্গীর আলম, ব্র্যাক কর্মসূচি সংগঠক আব্দুল কুদ্দুস, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনা বেগম প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় ইউএনও দীপ জন মিত্রের সভাপতিত্বে আলেচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান, এসিল্যান্ড শেখ তাকী তাজওয়ার, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর মাওলানা গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী শামছুল হক রাকিব প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে প্রধান অতিথি ছিলেন ইউএনও নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশরাফ আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন্নেছা, প্রবীণ সাংবাদিক শাহাদাত হোসেন মনু, জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মহসীন সিকদার, নারী উদ্যোক্তা শাহজাদী খানম, সুমা আক্তার প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড জাফর আরিফ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা বেগম, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায় প্রমুখ।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় আলোচনা সভায় জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড আজিজুল কবির, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ সাইফুলস্নাহ, প্রাণী সম্পদ কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ প্রমুখ।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের রাজারহাটে ইউএনও আল ইমরানের সভাপতিতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা, তথ্য কর্মকর্তা সোহেলী মারজান, প্রেস ক্লাব রাজারহাট সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত ও মহিদেব সংস্থার কল্পনা রানী।

রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জে ইউএনও এস.এম রবিন শীষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাকির হোসেন হেলাল ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সহকারী বোরহান উদ্দিনের যৌথ উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার, রামগঞ্জ বস্নাড ডোনাস ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক প্রমুখ।

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রণী খাতুন। অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, অধ্যাপক শাহানা হামিদ, প্রেস ক্লাব সভাপতি সামিউল আযম মনির, রিপোর্টার রনজিৎ বর্মন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে