শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

রমজানে খুলনার বাজার স্থিতিশীল ভারতীয় চালে

খুলনা প্রতিনিধি
  ০৯ মার্চ ২০২৫, ০০:০০
রমজানে খুলনার বাজার স্থিতিশীল ভারতীয় চালে

ভারতীয় চালে রমজানে খুলনার বাজার স্থিতিশীল। মোংলা বন্দর দিয়ে গেল ফেব্রম্নয়ারিতে ৫৫ হাজার মেট্রিকটন ভারতীয় চাল আমদানী হয়েছে।ননবাসমতি এ চালে দখল করেছে খুলনা।মার্চে আরও ৪০ থেকে ৪৫ হাজার টন চাল মোংলা বন্দর দিয়ে দেশে আমদানী হতে পারে। খুলনা চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ফেব্রম্নয়ারী মাসে ভারত থেকে ৯টি জাহাজে মোট ৫৫ হাজার মেট্রিকটন চাল মোংলা বন্দরে আসে। জাহাজ ৯টি হচ্ছে এমভি বিএসসি আলফা, এমভি সি কটেজ, এমভি ডিটিসি অকফো, এমভি এইচটি পিউনফার, এমভি পিএইচভি তোহা-৩৬, এমভি টানিস ডাটফেম, এমভি এলিয়ান হনুর, এমভি ট্রাগোনমিনহা ড্রাগন ও এমভি লং টার্ন-৮৮। এর মধ্যে গত ২৭ ও ২৮ ফেব্রম্নয়ারী আসা এমভি ট্রাগোনমিনহা ড্রাগন ও এমভি লং টার্ন-৮৮ জাহাজে আসা ১৭ হাজার ৬শ' মেট্রিকটনের চাল খালাসের কাজ চলমান। আশা করা হচ্ছে আগামী ৩ দিনের মধ্যে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিকে এখনো ঢাকার সাথে দিলিস্নর দেড় লক্ষ টন চাল আমদানী চুক্তি রয়েছে। আনুপাতিক হারে অধিকাংশ সময় মোংলা বন্দরে ৪০ শতাংশ খালাস করা হয়। সেই অনুযায়ীআএখনও ৫০ হাজার মেট্রিকটন চাল মোংলা বন্দরে আসার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। ফলে চলতি রমজানে খুলনায় চালের বাজারে কোনো অস্থিরতা নেই। নেই সংকট। তবে কিছু অসাধু ব্যবসায়ীদের কারনে চালের দাম কিছুটা উর্দ্ধোমূখি।

খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক মশিউর রহমান বলেন, দেশে বর্তমানে চালের কোনো সংকট নেই। গেল মাসে শুধু মোংলা বন্দরে ৫৫ হাজার মেট্রিকটন চাল এবং আর্জেন্টিনা থেকে ১৯ হাজার ৭০০ মেট্রিকটন গম আমূানী করা হয়েছে। চলতি মাসেও চাল আমদানী অব্যাহত থাকবে উলস্নখ করে তিনি বলেন, মোংলা বন্দরে জাহাজ আসলে যতদ্রম্নত সম্ভব খালাস করার ব্যবস্থা করা হবে। কোনো অবস্থাতেই চালের সংকট হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে