বগুড়ার গাবতলীতে জমিজমার বিরোধের জের ধরে একই পরিবারের ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এদের মধ্যে পাপুল (৩২) নামের একজনের পায়ের রগ কেটে দেওয়ায় আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে তিনি মৃতু্য সঙ্গে পাঞ্জা লড়ছেন।
জানা গেছে, গাবতলীর নেপালতলী মধ্যপাড়া গ্রামের মৃত আ.গনি মন্টু মন্ডলের ছেলে জাকিউল মন্ডল (৩৮) ও তার ভাইদের সঙ্গে একই গ্রামের কতিপয় ব্যক্তির পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে প্রতিপক্ষরা গত শুক্রবার ধারালো অস্ত্রসহ ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জাকিউলের বাড়ির সামনের পৈত্রিক সম্পত্তি দখল করে। বাধা দিলে প্রতিপক্ষরা ধারালো চাপাতি দিয়ে পাপুলের পায়ের রগ কেটে দেয় এবং লোহার রড দিয়ে জাকিউল ও পাপুলকে বেধরক পিটিয়ে গুরুত্বর আহত করে।
বৃহস্পতিবার জাকিউল মন্ডল বাদী হয়ে প্রতিপক্ষ জিয়াউল ইসলাম জুয়ের মন্ডল, জিন্নাতুল ইসলাম শুভ, সাজিদ, রাজিব প্রাং, রেহেনা আকতার, ববি আকতার ও সামাদ মন্ডলকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।